পশ্চিমপাড়া কবরস্থানে লাইটিং

পশ্চিমপাড়া কবরস্থানে লাইটিং

০২ মে, ২০২৫ (৫ মাস পূর্বে)
২৩৮ জন দেখেছে
Featured Article

দৌলতপুর পশ্চিমপাড়া কবরস্থানের লাইটিং প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হলো। রাতে কবরস্থানে লাশ দাফনে অনেকটা সমস্যায় পড়ত হওয়ায় লাইটিং প্রয়োজনীয়তা অনুভব হয়। 

১০ টি বৈদ্যুতিক লাইট ও ১২ টি খুটি দিয়ে সম্পূর্ণ কবরস্থান আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। মোট ১,৪৯,৬৮৫ টাকা ব্যয়ে এই প্রকল্পটি সম্পূর্ণ করা হয়। 

'উত্তরপাড়া প্রবাসী ইউনিট' প্রকল্পে ৪১,০০০/ টাকা ও শেখ মাছুম কর্তৃক ৪২,১০০/ টাকা প্রবাসী ফাউন্ডেশন গ্রহন করে। দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন নিজেদের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রকল্পটি সমাপ্ত করেন।

এই প্রকল্পে যারা অর্থ,  শ্রম ও মেধা দিয়ে সহায়তা করেছে সকলকে ধন্যবাদ