আসসালামু আলাইকুম! সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষী, দাতা ও সহযোদ্ধাগণ।
আলহামদুলিল্লাহ, প্রবাসী ফাউন্ডেশন সর্বদা মানবতার সেবায় কাজ করে আসছে। আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার), বাদ জুমা, দুপুর ২টায়, দৌলতপুর চক বাজারে (মাছ বাজারের পাশে) একটি মহতী উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে আমরা সামাজিক উন্নয়ন, স্বাবলম্বীকরণ ও শিক্ষা প্রকল্পের আওতায় নিম্নলিখিত উপকরণ বিতরণ করবো:
• ১০০টি কম্বল (শীতার্তদের মাঝে বিতরণের জন্য)
• ৩টি সেলাই মেশিন (অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে)
• ১টি ছাগল (অর্থনৈতিক উন্নয়নের সহায়ক)
• নগদ অর্থ (২ জনের মাঝে, প্রতি জন ১০,০০০ টাকা)
• মাদ্রাসার জন্য কার্পেট (শিক্ষার পরিবেশ উন্নয়নে)
দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন সর্বদা স্বচ্ছতা ও সুশৃঙ্খলতার নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছে। প্রকৃত সাহায্যপ্রার্থীদের সঠিকভাবে চিহ্নিত করার জন্য আমরা গ্রামকে ছয়টি জোনে ভাগ করেছি। প্রতিটি জোনে আমাদের সহযোদ্ধারা নিরলস পরিশ্রমের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত প্রাপকদের তালিকা চূড়ান্ত করেছেন।
উল্লেখ্য, শুধুমাত্র টোকেনপ্রাপ্ত ব্যক্তিরাই সাহায্য গ্রহণের জন্য অনুষ্ঠানে উপস্থিত হবেন।
আমরা দেশের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য এবং সহযোদ্ধাদের এই মহতী আয়োজনে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। আপনাদের অংশগ্রহণ এই প্রকল্পের সফলতাকে আরও অর্থবহ করবে। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় আমরা এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবো।
আমাদের এই মহতী উদ্যোগকে বাস্তবায়নে যারা আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনারাই আমাদের কাজের প্রেরণা।
মানবতার সেবায়,
দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
০৯ ফেব্রুয়ারী, ২০২৫
০৯ ফেব্রুয়ারী, ২০২৫