দৌলতপুর পশ্চিমপাড়া কবরস্থানের লাইটিং প্রকল্পে

দৌলতপুর পশ্চিমপাড়া কবরস্থানের লাইটিং প্রকল্পে

০৮ ফেব্রুয়ারী, ২০২৫ (৮ মাস পূর্বে)
১৯২ জন দেখেছে
Featured Article

দৌলতপুর পশ্চিমপাড়া কবরস্থানের লাইটিং প্রকল্পে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ

গত ২৬ ডিসেম্বর, SK Masum তার ফেসবুক পোস্টের মাধ্যমে দৌলতপুর পশ্চিমপাড়া কবরস্থানের লাইটিং সংক্রান্ত বিষয়ে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করেন। ফাউন্ডেশন তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং প্রকল্পটি বাস্তবায়নের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে।

ফাউন্ডেশন কবরস্থানের লাইটিং প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জানতে পারে যে, পুরো প্রকল্পটি সম্পন্ন করতে আনুমানিক ১,১০,০০০ টাকা (এক লক্ষ দশ হাজার) প্রয়োজন। এর মধ্যে, অন্যান্য উৎস থেকে প্রায় ২৭,৫০০ টাকা ইতিমধ্যেই ফান্ডে জমা হয়েছে।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ কবরস্থান লাইটিং সংশ্লিষ্টদের নিশ্চিত করে জানায় যে, ইতিমধ্যে জমাকৃত ২৭,৫০০ টাকা ফাউন্ডেশনে হস্তান্তর করার জন্য এবং বাকি সমস্ত অর্থের দায়িত্ব ফাউন্ডেশন গ্রহণ করবে। খুব অল্প সময়ের মধ্যে 'দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনে'র তত্ত্বাবধানে কাজটি শুরু করা হবে, ইনশাআল্লাহ।

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পশ্চিমপাড়া কবরস্থানের লাইটিং প্রকল্প সেই অঙ্গীকারেরই একটি বহিঃপ্রকাশ। এই উদ্যোগ এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করবে এবং এটি বাস্তবায়নে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগে সবার অংশগ্রহণ আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করবে।

বিঃদ্রঃ ফাউন্ডেশনের কিছু সংখ্যক সদস্য, তাদের ব্যক্তিগত তহবিল থেকে এই প্রকল্পে অর্থ প্রদান করেছেন।