দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯ সেপ্টেম্বর, ২০২৫ (৪ সপ্তাহ পূর্বে)
৮৯ জন দেখেছে
Featured Article

🌳 সবুজ হোক আমাদের গ্রাম, প্রাণ ফিরুক প্রকৃতিতে - ৪০০টি গাছ রোপণ সম্পন্ন 🌳

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের প্রিয় গ্রামের মধ্যপাড়া জীপ স্ট্যান্ড মোড় থেকে দক্ষিণ দিকের (বড়সড়ক) রাস্তার দু’পাশে রোপণ করা হয়েছে পরিবেশবান্ধব ও উপকারী ৪০০টি গাছের চারা।

রোপণকৃত গাছের মধ্যে রয়েছে —
নিম, বেলজিয়াম, শিলকড়ই, মেহগনি ও কদম।

প্রতিটি চারা যেন বড় হয়ে আমাদের গ্রামকে সবুজে ভরিয়ে তোলে, ছায়া দেয়, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করে—এই হোক আমাদের অঙ্গীকার।

চলুন, আমরা সবাই মিলে এই গাছগুলোর যত্ন নিই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেই।