আলহামদুলিল্লাহ! দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

আলহামদুলিল্লাহ! দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

০১ এপ্রিল, ২০২৫ (৬ মাস পূর্বে)
১৮২ জন দেখেছে
Featured Article


পবিত্র রমজান মাস উপলক্ষে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। রমজানের এই বরকতময় সময়ে এমন মহতী উদ্যোগ এলাকার অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে।

অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছিলেন— হাজী আমানত মিয়া, আজিজুর রহমান, শেখ খালেদ ইকবাল, মুজিবুর রহমান, শেখ মদ্রিস, বশর মিয়া এবং সহযোদ্ধাদের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন— আল-আমিন, মাহবুব, আবু নেওয়াজ, পলাশ, কামরুল, ইমন, বাদন (স্বেচ্ছাসেবী), সরন (সহযোদ্ধা প্রক্রিয়াধীন), মুন্সি ফাহিম (সহযোদ্ধা প্রক্রিয়াধীন), ডালিম, জাবেদ, আপেল, রুমন, মাছুম, সজিবুল, সোহাগ, সুহেল– আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং মানবতার সেবায় আমাদের একসঙ্গে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। 

রমজানের এই পবিত্র সময়ে সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক— এই কামনা করি। আগামীতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।