বি'ইসমিহী তা'আলা।
দৌলতপুর গ্রামের একজন ছাত্র তালিবুল ই'লম পড়া-লেখা চালিয়ে যেতে তার পরিবার মাসিক খরচ দিতে খুব কষ্ট হয়! উক্ত তালিবুল ই'লম যখন শুনতে পায় দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন নামক সংস্থা আর্ত মানবতা ও সামাজিক বিভিন্ন কাজ করে যাচ্ছে। তখন সে ফাউন্ডেশন বরাবর আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করেন।
তার সেই আবেদন ফাউন্ডেশন আলোচনা পর্যালোনার মাধ্যমে যাচাইবাচাই করে গতকাল রোজ শনিবার, বিকাল ৪.৩০মিনিটে ফাউন্ডেশনের অফিসে শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা, সদস্য ও ছাত্রের মা'র উপস্থিতিতে অনুদান হস্তান্তর করা হয়।
উপস্থিতি ছিলেন, সদ্য বিদায়ী প্রবীণ প্রবাসী জনাব নুনু মিয়া, মুজিবুর রহমান, আপেল মাহমূদ, মাওঃ ইমন, মুফতী ইকরামুল হাসান ও শেখ ওমায়ের প্রমূখ।
দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন ছাত্রের উজ্জল ভবিষ্যৎ কমনা করে
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১২ অক্টোবর, ২০২৫
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
০৮ ফেব্রুয়ারী, ২০২৫