'দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন'-এর বিস্তারের লক্ষ্যে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল রাসআল-খাইমা শহরে!

'দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন'-এর বিস্তারের লক্ষ্যে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল রাসআল-খাইমা শহরে!

০১ এপ্রিল, ২০২৫ (৬ মাস পূর্বে)
১৭৬ জন দেখেছে
Featured Article

'দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন'-এর বিস্তারের লক্ষ্যে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল রাসআল-খাইমা শহরে! 

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন পুরো গ্রামের সকলকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দৌলতপুর গ্রামের প্রবাসী বিশ্বের যে যে শহরে আছে সেখানে ফাউন্ডেশনের দাওয়াত কার্যক্রম চলমান। এরই ধারাবাহিতায় ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল আরব আমিরাতের রাসআল খাইমা শহরে আলোচনায় আয়োজন করেন।

আল নাহিল বাজারে দৌলতপুর গ্রামের প্রবাসীদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশন প্রতিনিধি দল একটি আদর্শ গ্রাম গড়ায় ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা কি তা তুলে ধরেন। একই সাথে ফাউন্ডেশনের লক্ষ্য, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সকল নিয়ম তুলে ধরেন। উপস্থিত থাকা গ্রামের সকল প্রবাসীগণ ফাউন্ডেশনকে স্বাগত জানিয়ে গ্রহন করেন। 

রাসআল খাইমা শহরের পক্ষ থেকে সিনিয়র প্রবাসীগণ ফাউন্ডেশনের সাথে একাত্মতা পোষণ করে ভবিষ্যতে ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ফাউন্ডেশন প্রতিনিধি দলে ছিলেন মহসিন, নিশু, ফাহাদ, তাবরিজ, নাঈম, সুহান, ইমরান, জুয়েল, রানা, সানি, সিগবাতউল্লাহ, রুবেল, উমায়ের, সহ আরও অনেকে।

প্রবাসী ফাউন্ডেশন বিশ্বাস করে দৌলতপুর গ্রামকে একটি আদর্শ গ্রাম করার জন্য গ্রামের সকল শ্রেণির মানুষের এক সাথে কাজ করার বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে একদিন দৌলতপুর গ্রাম আরো অনেক এগিয়ে যাবে।