ছয় জন অসুস্থ রোগীকে অনুদান

ছয় জন অসুস্থ রোগীকে অনুদান

০৯ ফেব্রুয়ারী, ২০২৫ (৮ মাস পূর্বে)
১৭৬ জন দেখেছে
Featured Article

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনে'র প্রথম প্রকল্পের স্বাস্থ্যখ্যাত আমরা সফল ভাবে সমাপ্ত করতে পেরেছি। প্রথমধাপে ফাউন্ডেশন মোট ছয়জন রোগীর কাছে ২,৮০,০০০/(দুই লাখ আশি হাজার) টাকা অনুদান পৌঁছে দিতে সক্ষম হই। 

ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে শিশু ছানাওল্লাহকে বিশেষ ভাবে ২,০০,০০০(দুই লক্ষ) টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে প্রবাসী ফাউন্ডেশন ১,০০,০০০/(এক লক্ষ) টাকা, ছাত্র- জনতা নিহতদের জন্য মিলাদ মাহফিলের ফান্ড থেকে ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকা ও ফাউন্ডেশন পরিচালনা পরিষদ থেকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা দেওয়া হয়। তবে এই টাকা জমা আছে। রোগীর পরিবার যখন অপারেশন করবে তখন সরাসরি টাকা অপারেশনের জন্য হস্পিতালে দেওয়া হবে। 

এছাড়াও 
(২) বুরহান উদ্দীন -২০,০০০/(বিশ হাজার), 
(৩) আব্দুর রেজ্জাক- ১৫,০০০/(পনের হাজার)
(৪) নাছিমা বেগম- ১৫,০০০/(পনের হাজার)
(৫) শহীদুল ইসলাম ১৫,০০০/(পনের হাজার)
(৬) জামিলা খাতুন ১৫,০০০/(পনের হাজার)
এই পাঁচ জনকে ৮০,০০০/(আশি হাজার) টাকা দেওয়া হয়। 

প্রথমধাপে এই ছয়জন রোগীকে ২,৮০,০০০/(দুই লাখ আশি হাজার) টাকা অনুদানের মাধ্যমে ফাউন্ডেশনের প্রথমধাপের স্বাস্থ্যখ্যাত সমাপ্ত ঘোষণা করা হলো। ফাউন্ডেশন সকল অসুস্থ রোগীর সুস্থতা কামনা করছি।