শিশু ছানাওল্লাহ চিকিৎসা বিষয়ে দায়মুক্তি ও শুভেচ্ছা উপহার..

শিশু ছানাওল্লাহ চিকিৎসা বিষয়ে দায়মুক্তি ও শুভেচ্ছা উপহার..

১২ ফেব্রুয়ারী, ২০২৫ (২ মাস পূর্বে)
৭৪ জন দেখেছে
Featured Article

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের উদ্বোধনের সময় মো ছানাওল্লাহর পিতামাতা শিশু ছানাওল্লাহর হার্টে ছিদ্র জনিত সমস্যার জন্য সাহায্য চেয়ে প্রবাসী ফাউন্ডেশনের কাছে আবেদন করেন। ফাউন্ডেশন কর্তৃপক্ষ শিশু ছানাওল্লাহর সরকারী ভাবে চিকিৎসার খরচ বহনের সিদ্ধান্ত নেয়। পরে ছানাওল্লাহকে ঢাকায় পাঠানো হলে জানা যায় তার আরো কিছু সমস্যা আছে এজন্য কয়েকমাস চিকিৎসাধীন থাকা লাগবে। সবমিলিয়ে অপারেশনে ১,৫০,০০০/ টাকা লাগবে। ফাউন্ডেশন অপারেশনের পুরো টাকা দেওয়ার আশ্বাস দিয়ে দ্রুত চিকিৎসা করার পরামর্শ দেয়, কোন টাকা ক্যাশ দেওয়া হবে না, টাকা সরাসরি হাস্পাতালে দেওয়া হবে এই মর্মে। পর ছানাওল্লাহর পরিবারের সাথে শিশুর বর্তমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জানা যায় তারা সরকারি ভাবে চিকিৎসা করে নাই। তারা ৩-৪ লাখ টাকা খরচ করে প্রাইভেটে চিকিৎসা করবে। তাদের দাবী, 'ফাউন্ডেশন থেকে যেহেতু দের লাখ টাকা দিবে আর আমরা বাকি টাকা যোগাযোগ করে প্রাইভেটে অপারেশন করিয়ে নিব'। কিন্তু তারা এতদিনেও চিকিৎসা করাই নাই।

প্রবাসী ফাউন্ডেশন একটি অস্থায়ী ফান্ড নিয়ে কাজ করে। তাই গঠনতন্ত্র অনুযায়ী চাইলেও ফাউন্ডেশন দীর্ঘমেয়াদী কোন প্রকল্পের সাথে জড়িত থাকতে পারে না। প্রবাসী ফাউন্ডেশনের প্রথম প্রকল্পের কাজ প্রায় শেষ। খুব দ্রুত এই প্রকল্পের হিসেব শেষ করে আসন্ন রমজান উপলক্ষে নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে হবে। ছানাওল্লাহর পরিবারের সাথে কয়েকধাপে যোগাযোগ করলে তারা জানায়, 'তাদের ছেলের পেট অপারেশন করে কাটাচেড়া করবে না। এমনিতে যতদিন বাঁচার বাচবে'। আমরা অনেক চেষ্টা করেও তাদের চিকিৎসার জন্য আগ্রহী করতে পারি নাই।  ফাউন্ডেশন ছানাওল্লাহর সাথে একটি চিকিৎসা চুক্তি করেছিল তাই। এই চুক্তির দায়মুক্তির জন্য ফাউন্ডেশন কয়েকজন সম্মানিত ব্যক্তিদের সাক্ষী হিসেবে রেখে আজ দায়মুক্তি পত্র সম্পন্ন  করেন। আজ থেকে ছানাওল্লাহর ব্যপারে ফাউন্ডেশন কোনভাবেই জড়িত নয়।

শুভেচ্ছা উপহার 
প্রবাসী ফাউন্ডেশন দায়মুক্ত হলেও মানবিক দিক থেকে শিশু ছানাওল্লাহর চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ করে। চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য ছানাওল্লাহর পরিবারের কাছে নগদ ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা শুভেচ্ছা উপহার হিসেবে হস্তান্তর করেন।

দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন শিশু ছানাওল্লাহর সুস্থতা ও  সুস্বাস্থ্য কামনা করে।